Trending

উলিপুরে করোনা সচেতনতায় প্লান বি-এর উদ্যোগে মাইকিং

সংবাদ হাইলাইট

  • নভেল করোনা

প্রিয় উলিপুর বাসী,
অতীব দুঃখ এবং আতংকের সহিত জানাচ্ছি যে-
সংক্রামক ভাইরাস #নভেল_করোনা’য় পুরো পৃথিবী এখন আক্রান্ত ও বিপযর্স্ত। এ পর্যন্ত বিশ্বের প্রায় ১৭৭ টি দেশে এই ভাইরাস মহামারী আকার ধারণ করেছে।

ভয়ানক ভাবে ঝুঁকিপূর্ণ ৩০টি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। এখন পর্যন্ত #করোনা‘ ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার না হওয়ায়,সচেতনতা; শুধুমাত্র সচেতনতাই এই ভাইরাস থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায়।

আসুন সচেতন হই। নিজে বাঁচি, পরিবারকে বাঁচাই, প্রাণপ্রিয় বাংলাদেশকে বাঁচাই।

👉নিরাপদ থাকতে আমাদের যা করণীয়:

(১) সব ধরনের গণপরিবহন,গণজমায়েত ও অহেতুক আড্ডা থেকে বিরত থাকুন।
(২) বারবার সাবান দিয়ে নিয়মানুযায়ী, কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাত পরিষ্কার করুন।
(৩) মুখে মাস্ক ব্যবহার করুন।
(৪) রান্নার আগে খাবার ভালভাবে ধুয়ে নিন ও সিদ্ধ করুন।
(৫) অপরিষ্কার হাত দিয়ে নাক,মুখ ও চোখ স্পর্শ করা থেকে বিরত থাকুন।
(৬) নিয়মিত থাকার ঘর,কর্মস্থল ও পরিহিত জামা-কাপড় পরিষ্কার রাখুন।
(৭) নিজের আবেগ নিয়ন্ত্রণে রেখে,আক্রান্ত ব্যক্তির থেকে অন্তত ০৩ ফুট দূরে থাকুন।
(৮) যেকারো সাথে হ্যান্ডশেক এবং কোলাকুলি করা থেকে বিরত থাকুন।

#করোনা‘ ভাইরাসে আক্রান্ত ব্যক্তির লক্ষণসমূহ:

★জ্বর

★ক্লান্তিবোধ

★শুকনো কাশি

★নিউমোনিয়া

★হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া

★শরীর ব্যথা

★শুকনো সর্দি

★শ্বাসকষ্ট

★গলাব্যাথা

★এবং ডায়রিয়া।

উল্লেখিত লক্ষণসমূহ আলাদা-আলাদাভাবে কিংবা একসাথে দেখা দিলে উক্ত ব্যক্তির #করোনা‘ সংক্রামণ হলেও হতে পারে।

আবার এও বলছি- উল্লেখিত লক্ষণসমূহ মানেই #করোনা‘ আক্রান্ত নয়।

👉তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আই.সি.সি.ডি.আর -এর মতে উপরোক্ত লক্ষণসমূহকে #করোনা‘ সংক্রামণের প্রাথমিক লক্ষণ হিসেবে দেখা হয়।

সন্মানীত দেশবাসী-
মরণঘাতি ভাইরাস #করোনা‘র লক্ষণ দেখা দিলে অথবা #করোনা‘ আক্রান্ত এমন কাউকে সন্দেহ হলে,কালক্ষেপণ না করে 📞৩৩৩ নম্বরে ফোন করে জানিয়ে দিন। তথ্য দিন,সেবা নিন নিরাপদে থাকুন।

★★ প্রাণঘাতি ভাইরাস #করোনা‘ মোকাবেলায় “রাষ্ট্র” গৃহীত সকল সকল নির্দেশনা মেনে চলুন।
♥♥♥♥♥♥♥♥
জন সচেতনতায়-
প্লান বি ফাউন্ডেশন
সংকটে বিকল্প চিন্তাধারা

মাধ্যম
জে এম আলী নয়ন
সংবাদ উৎস
প্লান বি ফাউন্ডেশন
ট্যাগ
Back to top button
Close
Close