Saturday, July 21st, 2018
যেকোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে চাইঃ সাংবাদিকদের নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম » « সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত » « কুড়িগ্রামে আনসার ও ভিডিপি’র বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত » « ‘‘কুলাঘাটের পূর্ব বড়ুয়া জামে মসজিদে সোলার প্যানেল বিতরণ’’ » « ‘‘নীলফামারীতে আনসার ও ভিডিপি’র মহাপরিচালক কর্তৃক রংপুর রেঞ্জাধীন মাঠপর্যায়ের কর্মকর্তাগণের সাথে মতবিনিময়’’ » « ঝকঝকে বাংলা দেখা না গেলে » « কাহারোলে একজন ইয়াবা সহ আটক » « হারিকেন জ্বালানোর দিন শেষ হওয়ার পথে -এমপি গোপাল » « কাহারোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ » « ভূরুঙ্গামারীতে বিজিবির ৪১০০ লিটার ডিজেল সহ ট্যাংকলড়ি আটক

মাদক মুক্তত সমাজের মাদক বিরোধী র‌্যালী

ডেস্ক রিপোর্ট:

মাদক মুক্ত সমাজ, বাংলাদেশ (এম এম এস বি)’র উদ্যোগে মাদক বিরোধী র‌্যালী এবং “দক্ষিণ এশিয়াতে অবৈধ মাদক এবং বাংলাদেশের চ্যালেন্জ” বিষয়ক সেমিনার আজ ঢাকায় সফল ভাবে করা হয়। জাতীয় অধ্যাপক ড: আনিসুজ্জামান অসুস্হতার কারনে আসতে পারেননি।

সাবেক তত্বাবধায়ক সরকার উপদেস্টা ড: আকবর আলি খান, সাবেক আইজি ও জাতীয় ল’ কমিশন সদস্য ড: এনামুল হক, সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ মানবাধিকার কমিশন ড: মিজানুর রহমান, সাবেক সিনিয়র সচিব জনাব মোকাম্মেল হক, প্রধান আলোচক – বিশিস্ট শিক্ষাবিদ ড: ইমদাদুল হক, প্রফেসর নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়, (মাদক বিষয়ে বিশেষজ্ঞ, এ বিষয়েই পি এইচ ডি করেছেন ও ৪টি বই লিখেছেন) বক্তব্য রাখেন। মেজর জেনারেল আমসাআ আমিন (অব) রেলীতে নেতৃত্ব দেন এবং সেমিনারে সভাপতিত্ব করেন। গন্যমান্য ব্যাক্তি বর্গ সহ এলাকার প্রায় হাজার- বারো ‘শ সুধীজন, কলেজ শিক্ষক/শিক্ষার্থী অংশ গ্রহনে সমগ্র মহাখলীতে ব্যাপক সারা পড়ে। এ ভাবে এম এম এস বি প্রতি মাসেই সারা দেশে মাদক বিরোধী ক্যাম্পেইন চালিয়ে যাবার আশা রাখে।

জেনারেল আমসাআ আমিনের নেতৃত্বে বছর খানেক আগে কুড়িগ্রামে শুরু হওয়া এ উদ্দোগ তিনি সারাদেশে টেকসই ভাবে ছড়িয়ে দেবার আশা ব্যক্ত করেন।

সর্বশেষ সংবাদ